ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার উপজেলা-পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৬ জন পড়েছেন

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে এ কমিটির সাংগঠনিক কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়- ‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষ হয়ে উপজেলা ও পৌর যুবদলের বেশিরভাগ নেতাকর্মী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

‎বিলুপ্ত কমিটির উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি আজ পর্যন্ত উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের নির্বাচন করার জন্য ডাকেননি। তাছাড়া আমাদের দুর্দিনে আমাদের সঙ্গে জেল জুলুম ও নির্যাতন ভোগ করেছেন। আমরা তার পক্ষে নির্বাচন করছি এবং করব। রাজনীতিতে বহিষ্কার ও বিলুপ্ত এটা কিছু না। আমরা প্রকৃত বিএনপির সঙ্গে আছি।

‎এর আগে উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত এবং বিদ্রোহী প্রার্থী এমএ হান্নানকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার উপজেলা-পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

আপডেট সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে এ কমিটির সাংগঠনিক কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়- ‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষ হয়ে উপজেলা ও পৌর যুবদলের বেশিরভাগ নেতাকর্মী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

‎বিলুপ্ত কমিটির উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি আজ পর্যন্ত উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের নির্বাচন করার জন্য ডাকেননি। তাছাড়া আমাদের দুর্দিনে আমাদের সঙ্গে জেল জুলুম ও নির্যাতন ভোগ করেছেন। আমরা তার পক্ষে নির্বাচন করছি এবং করব। রাজনীতিতে বহিষ্কার ও বিলুপ্ত এটা কিছু না। আমরা প্রকৃত বিএনপির সঙ্গে আছি।

‎এর আগে উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত এবং বিদ্রোহী প্রার্থী এমএ হান্নানকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।