‘সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারে না’
- আপডেট সময় : ০৫:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১০ জন পড়েছেন
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। একই কথা বলেছেন, আরেক বোর্ড পরিচালক আসিফ আকবর।
এ ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন, ‘এটা (সাকিবের ইস্যু সামনে আনা) তো রীতিমত স্টান্টবাজি আমি বলব। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। রাষ্ট্রের আইন যদি নিরপরাধ হয়, মামলাগুলো প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে তাতে কারও কোনো সমস্যা নেই। খেলোয়াড়কে আমি সম্মান দিতে চাই। সাকিবের মত একজন ক্রিকেটার খেলবে এটা আমিও চাই।’
আমিনুল আরও বলেন, ‘এখন তারা ক্রিকেট বোর্ড স্টান্টবাজি করে, আপনাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে (বলে ফেলেছে)। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারে না। সাকিবের ইস্যুতে রাষ্ট্রীয় আইনের ব্যাপার। সেই আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিব ফিরে আসুক আমরা অবশ্যই চাই, তবে রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে।’
প্রসঙ্গ, ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি।

























