বন্দরে পেশাদার সাংবাদিক শেখ আরিফের জামিন লাভ

- আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৫৯ জন পড়েছেন
বন্দরে শ্রমিকদল কর্মী দুলালের করা মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক,লেখক ও কবি শেখ আরিফের জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে হাজির হন সাংবাদিক শেখ আরিফ।
এ সময় শেখ আরিফের পক্ষে জামিন চান তার আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম।
জামিন শুনানিতে আইনজীবী এ্যাডভোকেট তাজুল আদালতকে বলেন, এই মামলায় এজাহারে সাংবাদিক শেখ আরিফকে উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মুলত সে একজন গনমাধ্যম কর্মী। এটা জামিন যোগ্য।
পরিশেষে আদালত মিথ্যা ও হয়রানীমূলক মামলাটি শুনানী শেষে জামিন মঞ্জুর করেন।
জানা যায়, গত ২০ জুন ২০২৫ইং আনুমানিক রাত ২ টার দিকে বন্দর শাহীমসজিদ এলাকায় মাদক ও চাদাবাজীকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে রানা নামে একজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আহত রানার বড় ভাই শ্রমিকদল কর্মী দুলালকে বাদী করে বন্দর থানায় ১০ জনকে আসামী করে একটি ক্রিমিনাল মামলা রুজু করা হয়। যার মামলা নং ২৬(৬)২৫ইং। সেই মামলায় প্রতিহিংসা বশবতি হয়ে দলীয় প্রভাবশালী অদৃশ্য শক্তির ইশারায় বাদীকে বাধ্যগত ভাবে পেশাদার সাংবাদিক শেখ আরিফের নাম এজাহারে যুক্ত করে হয়রানিমূলক মিথ্যা মামলা রুজু করা হয়। পরে ১৯ জুন সাংবাদিক শেখ আরিফ আদালতে হাজির হলে তাকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন মঞ্জুর করেন।