ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা মাসুদুজ্জামান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৭ জন পড়েছেন

বিজয় দিবসের দিনে বড় ধরনের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলটির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭ম তলায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নাটকীয় ঘোষণা দেন।

মাসুদুজ্জামান জানান, সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে পরিবারের ইচ্ছাতেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি মনোনয়নপত্র কিনবো না এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত।’

সভায় নিজের আবেঘন বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, ‘আমি জানি আমার এ সিদ্ধান্তে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হবে। বিশেষ করে যে নেতাকর্মীরা শুরু থেকেই আমার ডাকে সাড়া দিয়ে মাঠে ছিলেন এবং নারায়ণগঞ্জবাসী যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

তবে নির্বাচন না করলেও দলের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘আমি সরে দাঁড়ালেও ধানের শীষের প্রতীক যিনি পাবেন, আমি তার পক্ষেই কাজ করব। সংসদ সদস্য না হয়েও আমি সর্বদা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব।’

এদিকে, তার আকস্মিক এই সিদ্ধান্তে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে চরম হতাশা লক্ষ্য করা যায়। নুরুল ইসলাম দিপু নামের এক কর্মী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন, ‘আমাদের স্বপ্ন দেখিয়ে, আমাদের ঝুঁকি ও ত্যাগের মাঝপথে ফেলে আপনি এভাবে চলে যেতে পারেন না।’ উত্তরে মাসুদুজ্জামান আবারও ক্ষমা চেয়ে বলেন, ‘আমি নির্বাচন না করলেও আপনাদের পাশেই থাকব।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাফিজ আশরাফ প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা মাসুদুজ্জামান

আপডেট সময় : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসের দিনে বড় ধরনের ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলটির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭ম তলায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নাটকীয় ঘোষণা দেন।

মাসুদুজ্জামান জানান, সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে পরিবারের ইচ্ছাতেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি মনোনয়নপত্র কিনবো না এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত।’

সভায় নিজের আবেঘন বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, ‘আমি জানি আমার এ সিদ্ধান্তে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হবে। বিশেষ করে যে নেতাকর্মীরা শুরু থেকেই আমার ডাকে সাড়া দিয়ে মাঠে ছিলেন এবং নারায়ণগঞ্জবাসী যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

তবে নির্বাচন না করলেও দলের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘আমি সরে দাঁড়ালেও ধানের শীষের প্রতীক যিনি পাবেন, আমি তার পক্ষেই কাজ করব। সংসদ সদস্য না হয়েও আমি সর্বদা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব।’

এদিকে, তার আকস্মিক এই সিদ্ধান্তে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে চরম হতাশা লক্ষ্য করা যায়। নুরুল ইসলাম দিপু নামের এক কর্মী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন, ‘আমাদের স্বপ্ন দেখিয়ে, আমাদের ঝুঁকি ও ত্যাগের মাঝপথে ফেলে আপনি এভাবে চলে যেতে পারেন না।’ উত্তরে মাসুদুজ্জামান আবারও ক্ষমা চেয়ে বলেন, ‘আমি নির্বাচন না করলেও আপনাদের পাশেই থাকব।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাফিজ আশরাফ প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।