কোহলিকে সুখবর দিল আইসিসি
- আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২ জন পড়েছেন
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি শেষ কিছু দিনে আছেন দারুণ ফর্মে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে করেছেন ২ সেঞ্চুরি। আর তাতেই আইসিসি তাকে দিয়েছে বড় সুখবর।
কোহলি আবারও একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছেন। আইসিসির নতুন তালিকায় তিনি দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। তিনি আবারও বিশ্বের সেরা ওডিআই ব্যাটার হওয়ার পথে এগোচ্ছেন। কোহলি শেষবার শীর্ষ স্থানে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। এরপর বাবর আজম তাকে টপকে এক নম্বরে ওঠেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোহলি আবারও শীর্ষে ফেরার দৌড়ে নাম লিখিয়েছেন।
কোহলি তিন ম্যাচে ৩০২ রান করেন এবং সিরিজের সেরা খেলোয়াড় হন। শেষ ম্যাচে তিনি অপরাজিত ৬৫ রান করেন। নতুন র্যাঙ্কিংয়ে তিনি সতীর্থ রোহিত শর্মার ঠিক পেছনে আছেন। রোহিত সিরিজে ১৪৬ রান করে এক নম্বর স্থান ধরে রেখেছেন। কোহলি এখন রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পিছিয়ে।
ভারতের পরবর্তী ওডিআই সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবাই এখন নজর রাখবেন কোহলি ও রোহিতের প্রতিযোগিতায়, কারণ দুইজনই শীর্ষস্থান ধরে রাখতে বা দখল করতে লড়াই করবেন।
কোহলির মতো আরও কয়েকজন ভারতীয়ও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। লোকেশ রাহুল দুই ধাপ এগিয়ে ১২তম হয়েছেন। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ওডিআই বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক তিন ধাপ এগিয়ে ১৩তম, এইডেন মার্করাম চার ধাপ এগিয়ে ২৫তম এবং টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে শীর্ষ দশে ঢুকেছেন। ভারতের অক্ষর প্যাটেল দুই ধাপ এগিয়ে ১৩তম, আর্শদীপ সিং তিন ধাপ এগিয়ে ২০তম এবং জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে ২৫তম স্থানে পৌঁছেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক টানা দুই ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্সের পর তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। তিনি দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের দুর্বল ব্যাটিংয়ের কারণে হ্যারি ব্রুক দুই ধাপ পিছিয়ে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে চতুর্থ হয়েছেন। তার ওপরে উঠেছেন কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ। তালিকার শীর্ষে আছেন জো রুট।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রাইস্টচার্চ টেস্ট ড্র হওয়ার পর কয়েকজন খেলোয়াড়ও র্যাঙ্কিংয়ে উন্নতি পেয়েছেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র নয় ধাপ এগিয়ে ১৫তম হয়েছেন। টম লাথাম ছয় ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮তম এবং জাস্টিন গ্রিভস ১৬ ধাপ এগিয়ে ৬০তম হয়েছেন। কেমার রোচও পাঁচ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় উন্নতি পেয়েছেন।
























