ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়েকটি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৫ জন পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদ-সদস্য পদে কুষ্টিয়া-২ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বৃহস্পতিবার মশাল মিছিল হয়েছে। এদিকে জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা।

যুগান্তর প্রতিনিধিরা জানান : কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ-সদস্য পদে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তন দাবিতে ভেড়ামারায় মশাল মিছিল হয়েছে। কর্মসূচি থেকে অধ্যাপক শহীদুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীতপ্রার্থী পরিবর্তনের দাবিতে গোমস্তাপুরে মশাল মিছিল হয়েছে। মনোনয়নপ্রত্যাশী তারিক আহমেদ সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। বিএনপি নেতা সৈয়দ ফারুক হোসেন, মনিরুল ইসলাম মুনি উপস্থিত ছিলেন।

জামালপুর-১ (বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ) আসনে সংসদ-সদস্য পদে স্বতন্ত্রপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারমান আব্দুর রউফ তালুকদার। তিনি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কৃত।

বুধবার সন্ধ্যায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাৎক্ষণিক স্বাগত মিছিল করে তার সমর্থিত নেতাকর্মীরা।

আব্দুর রউফ তালুকদার বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কয়েকটি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল

আপডেট সময় : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদ-সদস্য পদে কুষ্টিয়া-২ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বৃহস্পতিবার মশাল মিছিল হয়েছে। এদিকে জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা।

যুগান্তর প্রতিনিধিরা জানান : কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ-সদস্য পদে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তন দাবিতে ভেড়ামারায় মশাল মিছিল হয়েছে। কর্মসূচি থেকে অধ্যাপক শহীদুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীতপ্রার্থী পরিবর্তনের দাবিতে গোমস্তাপুরে মশাল মিছিল হয়েছে। মনোনয়নপ্রত্যাশী তারিক আহমেদ সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। বিএনপি নেতা সৈয়দ ফারুক হোসেন, মনিরুল ইসলাম মুনি উপস্থিত ছিলেন।

জামালপুর-১ (বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ) আসনে সংসদ-সদস্য পদে স্বতন্ত্রপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারমান আব্দুর রউফ তালুকদার। তিনি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কৃত।

বুধবার সন্ধ্যায় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাৎক্ষণিক স্বাগত মিছিল করে তার সমর্থিত নেতাকর্মীরা।

আব্দুর রউফ তালুকদার বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।