ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই এয়ারশোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১১ জন পড়েছেন

দুবাই এয়ারশোতে শুক্রবার এক আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, তেজস বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে।

দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, ‌‘আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, এতে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমকল ও জরুরি সহায়তাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘আজ দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছি। দুর্ঘটনের কারণ নির্ধারণে একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে।’

শুক্রবার ছিল এ বছরের দুবাই এয়ারশোর শেষ দিন। বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল।

‘ওঠার মতো সময় পাননি তিনি’

যুক্তরাজ্যের উইল গিলমোর ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রদর্শনী দেখছিলেন। তিনি বলেন, ‘বিমানটি তখন উল্টো হয়ে উড়ছিল। পাইলট সেটি সোজা করার চেষ্টা করেন। তখনই মনে হচ্ছিল বিমানটি খুব নিচে নেমে গেছে এবং তার আর ওপরে ওঠার মতো সময় নেই।’

তিনি বলেন, ‘কেউ লাফিয়ে বের হতে পারেননি বলে মনে হয়। সবকিছু মিলিসেকেন্ডের মধ্যেই ঘটে গেছে।’

গিলমোর জানান, তিনি একটি তাঁবুর আড়ালে ছিলেন এবং বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি সরাসরি দেখতে পাননি।

‘আমরা হঠাৎ বড় ধোঁয়ার মেঘ দেখতে পেলাম। কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দিয়েছে। সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করে। ঘোষকও শান্ত ও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং জানান যে সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে,’ বলেন তিনি।

‘এক মুহূর্তেই পরিবেশ বদলে যায়। অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত, কিন্তু দুর্ঘটনার পর পুরো পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে পড়ে।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই এয়ারশোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দুবাই এয়ারশোতে শুক্রবার এক আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, তেজস বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে।

দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, ‌‘আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, এতে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমকল ও জরুরি সহায়তাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘আজ দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছি। দুর্ঘটনের কারণ নির্ধারণে একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে।’

শুক্রবার ছিল এ বছরের দুবাই এয়ারশোর শেষ দিন। বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল।

‘ওঠার মতো সময় পাননি তিনি’

যুক্তরাজ্যের উইল গিলমোর ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রদর্শনী দেখছিলেন। তিনি বলেন, ‘বিমানটি তখন উল্টো হয়ে উড়ছিল। পাইলট সেটি সোজা করার চেষ্টা করেন। তখনই মনে হচ্ছিল বিমানটি খুব নিচে নেমে গেছে এবং তার আর ওপরে ওঠার মতো সময় নেই।’

তিনি বলেন, ‘কেউ লাফিয়ে বের হতে পারেননি বলে মনে হয়। সবকিছু মিলিসেকেন্ডের মধ্যেই ঘটে গেছে।’

গিলমোর জানান, তিনি একটি তাঁবুর আড়ালে ছিলেন এবং বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি সরাসরি দেখতে পাননি।

‘আমরা হঠাৎ বড় ধোঁয়ার মেঘ দেখতে পেলাম। কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দিয়েছে। সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করে। ঘোষকও শান্ত ও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং জানান যে সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে,’ বলেন তিনি।

‘এক মুহূর্তেই পরিবেশ বদলে যায়। অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত, কিন্তু দুর্ঘটনার পর পুরো পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে পড়ে।’