ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে ফতুল্লায় বি*ক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ১৩ জন পড়েছেন

সোজাসাপটা রিপোর্ট

আগামী ২৮ মে নির্ধারিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সভায় অংশ নেন এবং সমাবেশ সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড থেকে থানা গেইট হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তারা বলেন,নির্বাচনী রোড ম্যাপ ঘোষনার দাবির প্রেক্ষিতে কর্মসূচি হিসেবেই এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা তাদের ভোটের অধিকার চায়। কিন্তু সেই অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নানা তালবাহানা চলছে। সংস্কারকে ইস্যু করে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচিত সরকার ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের কোন উপায় নেই। তাই কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিন।ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, আনিসুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল-আমীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিন ও আমিনুল ইসলাম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক হানিমুন রশিদ ইমন, সায়েদুল ইসলাম সেলিম, পারভেজ মিয়া, মাকসুদ মাসুম, রুবেল চৌধুরী, আসাদুল জামান রিপন, মিঠু খান, সৈকত রাজ, নুরে আলম মিঠু, মোজামেল মিয়া রাজা, সুমন, আক্তার, সাকিল, বাদল প্রধান, আমির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এড্রেস লিখুন :

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে ফতুল্লায় বি*ক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

সোজাসাপটা রিপোর্ট

আগামী ২৮ মে নির্ধারিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সভায় অংশ নেন এবং সমাবেশ সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড থেকে থানা গেইট হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তারা বলেন,নির্বাচনী রোড ম্যাপ ঘোষনার দাবির প্রেক্ষিতে কর্মসূচি হিসেবেই এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা তাদের ভোটের অধিকার চায়। কিন্তু সেই অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নানা তালবাহানা চলছে। সংস্কারকে ইস্যু করে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচিত সরকার ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের কোন উপায় নেই। তাই কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিন।ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, আনিসুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল-আমীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিন ও আমিনুল ইসলাম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক হানিমুন রশিদ ইমন, সায়েদুল ইসলাম সেলিম, পারভেজ মিয়া, মাকসুদ মাসুম, রুবেল চৌধুরী, আসাদুল জামান রিপন, মিঠু খান, সৈকত রাজ, নুরে আলম মিঠু, মোজামেল মিয়া রাজা, সুমন, আক্তার, সাকিল, বাদল প্রধান, আমির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।