সিনেমায় কাজের ইচ্ছা সবার মতো আমারও রয়েছে: সাফা কবির
সিনেমায় কাজের ইচ্ছা সবার মতো আমারও রয়েছে: সাফা কবির

- আপডেট সময় : ০৪:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ জন পড়েছেন
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বিজ্ঞাপন, টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও সমান তালে কাজ করে যাচ্ছেন। বর্তমানে অভিনয় নিয়েই তার ব্যস্ততা। তবে এখন গতানুগতিক কাজের বাইরে এক্সপেরিমেন্টাল চরিত্রেই তার বেশি আগ্রহ। সংখ্যায় নয়, মানে প্রাধান্য দিচ্ছেন তিনি। এর পাশাপাশি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। জানিয়েছেন কাজের ক্ষেত্রে তাকে সবসময় স্বাধীনতা দিয়েছে পরিবার। বাবা-মা কখনো তাদের ইচ্ছা চাপিয়ে দেননি। তার বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন সাফা কবির।
বর্তমানে আপনার অভিনীত নাটক খুব একটা দেখা যায় না?—এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, এখন কাজের ধরনে কিছুটা পরিবর্তন এনেছি। একটু ব্যতিক্রমধর্মী গল্প ও চরিত্রে কাজ করতে চাই। তাই বেছে বেছে কাজ করছি। বর্তমানে যেসব নাটকের প্রস্তাব আসছে, এগুলোর গল্প সব একই ঘরানার। নিজের মধ্যেই কোনো আগ্রহ কাজ করে না।
অভিনেত্রী বলেন, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। কিছুদিন আগেই বরিশালে একটি নাটকের শুটিং করেছি। নাম ‘লেলিন’। পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। যে লোকেশনে কাজ করেছি, সেখানে পাঁচ বছর আগেও একটি নাটকের কাজ করেছিলাম।
শুটিংয়ের অবসরে নিশ্চয়ই আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন? অভিনেত্রী বলেন, না, যাওয়া হয়নি। কারণ আমার বংশের কেউ বরিশালে থাকেন না। থাকলে নিশ্চয়ই যেতাম। একটা সময় যে কোনো পারিবারিক আয়োজনে বাবা-মায়ের সঙ্গে বরিশাল যেতাম। তখন আনন্দই ছিল অন্য রকম। এখন আর কেউ নেই। তাই যাওয়াও হয় না সে রকম। শুটিং করে চলে এলাম, তবু কোথাও যাওয়ার ছিল না। তবে ওখানে গেলেই আমি আলাদা এক শান্তি পাই।
শোবিজে কাজ করছেন। নিজের মধ্যে কতটা পরিবর্তন এসেছে সে প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে ভেঙে নতুন করে গড়তে। একজন শিল্পী সবসময় চেষ্টা করেন সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে। আমিও সেটিই করছি। এখন নিজেকে ভেঙে পরিণত সব গল্পে কাজের সুযোগ পাচ্ছি। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করছি। পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। যে ধরনের গল্পে এখন কাজ করতে চাই, এমন ব্যতিক্রম গল্প ও চরিত্র পেলে নিজেকে আরও মেলে ধরতে পারব বলে আমার বিশ্বাস। সাধ্যমতো চেষ্টা করছি প্রতিটি নাটকে নিজের মধ্যে পরিবর্তন আনতে। বাকিটা দর্শকের হাতে। তারাই আসল বিচারক।
অভিনয়ের অনুপ্রেরণা কার থেকে বেশি পেয়েছেন— এমন প্রশ্নে সাফা কবির বলেন, পরিবারের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। আমার বাবা-মা দুজনেই আমাকে উৎসাহ দিয়েছেন। মা সবসময় বলতেন পড়াশোনার পাশাপাশি অভিনয় কর। বাবা বলতেন, তোমার যা ভালো লাগে তাই কর। কেউ কখনো নিরুৎসাহিত করেনি। তাদের সাপোর্ট না পেলে হয়তো এগোতে পারতাম না। আমার ইচ্ছাটাকেই তারা গুরুত্ব দিয়েছেন।
ওটিটিতে নিয়মিত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ওটিটিতে ‘টিকিট’ নামের একটি কাজ করেছিলাম। আমি যে ধরনের কাজ করতে চাই, সেটি ঠিক ওরকম একটি কাজ ছিল। কিন্তু এরপর আর এ ধরনের গল্প পাইনি। আমিও কাজ করতে মুখিয়ে আছি। কিন্তু মনমতো কিছু না পাওয়ায় আর কাজ করা হয়ে উঠছে না।
সিনেমা নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে সাফা কবির বলেন, সিনেমায় কাজের ইচ্ছা সবার মতো আমারও রয়েছে। তবে সেটি কবে হবে তা বলতে পারছি না। আমি এখন মানসিকভাবে কাজ করার জন্য প্রস্তুত আছি। আমার ইচ্ছা এমন এক গল্প দিয়ে বড়পর্দায় আসতে চাই, যেখানে নিজেকে উপস্থাপনের যথেষ্ট সুযোগ থাকবে।