সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৫৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার এবং ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পুলিশের কিনা, তা নিশ্চিত হতে কাজ চলছে।
ট্যাগ :