জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ

- আপডেট সময় : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৪ জন পড়েছেন
২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৩ মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভ্যুলেশন, ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ প্রতিবেদন হয়েছে, তাই আমরা এটিকে ঐতিহাসিক প্রতিবেদন হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত এ নিয়ে রুল দিয়েছেন।
এ আইনজীবী বলেন, আজকে দুটি রুলের নিষ্পত্তি হয়েছে। প্রথম রুলে বিচারের যে কাঠামো সেই কাঠামোতে এরই মধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে এবং প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেল কতগুলো মামলা ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন এসব প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। আর দ্বিতীয় রুলে আদালত জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভ্যুলেশন, ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন।