সিরিজ জিতলে কার লাভ ক্ষতি
সিরিজ জিতলে কার লাভ ক্ষতি

- আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৩৩ জন পড়েছেন
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
এই সিরিজ শুরুর আগে টেস্টে আর ওয়ানডেতে ৯ নম্বরে আছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আছে ১০ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে আফগানদের ১০ নম্বরে পাঠিয়ে নয় নম্বরে চলে আসবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩ হবে। পাকিস্তানের পয়েন্ট ২৩১ থেকে কমে ২২৭ হলেও দলটি আটেই থাকবে।
বাংলাদেশ সিরিজ হারলেও কোনো সমস্যা নেই। আগের মতো র্যাংকিংয়ে ১০ নম্বরেই থাকবে।
তবে পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতলে এক ধাপ এগিয়ে শ্রীলংকাকে আটে ঠেলে উঠে যাবে সাতে। ৩-০ ব্যবধানে জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট বাড়বে ২। দলটির বর্তমান পয়েন্ট ২৩১।
বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে
১ রেটিং পয়েন্ট বাড়লেও বাংলাদেশ থাকবে দশেই। পাকিস্তানের পয়েন্ট ২ কমলেও দলটি আটেই থাকবে।
পাকিস্তান ২-১ ব্যবধানে জিতলে
পাকিস্তানের রেটিং পয়েন্টও বাড়বে না, দলটি থাকবে আটেই। বাংলাদেশেরও পয়েন্ট ও অবস্থান অপরিবর্তিত থাকবে।
সিরিজ ১-১ ড্র হলে…
যদি একটি ম্যাচ ফল না দেখে ও সিরিজ ড্র হয়, তবে দুই দলেরই পয়েন্ট ও অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে
২ পয়েন্ট বাড়লেও বাংলাদেশ থাকবে দশেই। পাকিস্তানের পয়েন্ট কমবে ৩, তবে দলটি থাকবে আটেই।