ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬

মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২৪ জন পড়েছেন

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতের ওই হামলায় অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির প্রতিবাদ জানাতে ও বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধিদল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-৫ এর কার্যালয়ে যান। তাদের মধ্যে ছিলেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওন ও আরো অনেকে। তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওঁত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং একটি রুমে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকেই সিটি করপোরেশনে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তদবির, টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর অঞ্চলে ময়লা পরিষ্কার, ফুটপাত এবং মার্কেটভিত্তিক চাঁদা আদায়ে এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, চাঁদাবাজি সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমকিভাবে শুনেছেন। এ সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করছে এনসিপির কর্মীরা। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬

মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা, আহত ৬

আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতের ওই হামলায় অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। সেই চাঁদাবাজির প্রতিবাদ জানাতে ও বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার প্রতিনিধিদল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-৫ এর কার্যালয়ে যান। তাদের মধ্যে ছিলেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওন ও আরো অনেকে। তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওঁত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে এবং একটি রুমে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকেই সিটি করপোরেশনে মেয়র আতিকের ঘনিষ্ঠ হিসেবে তদবির, টেন্ডার বাণিজ্য এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর অঞ্চলে ময়লা পরিষ্কার, ফুটপাত এবং মার্কেটভিত্তিক চাঁদা আদায়ে এক ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, চাঁদাবাজি সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমকিভাবে শুনেছেন। এ সংক্রান্ত লিখিত অভিযোগ তৈরি করছে এনসিপির কর্মীরা। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে।