প্রথম দেখায় রাঘবের যেসব বিষয়ে খোঁজ নিয়েছিলেন পরিণীতি
প্রথম দেখায় রাঘবের যেসব বিষয়ে খোঁজ নিয়েছিলেন পরিণীতি

- আপডেট সময় : ০৪:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৩ জন পড়েছেন
বছর দুয়েক আগে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ে ছিল আকাঙিক্ষত। বিয়ের পর দুজনের সুখের সাগরে ভাগছেন।যদিও দুজন দুই ভুবনের বাসিন্দা! রাগব পুরোদস্তর রাজনীতিক আর পরিণীতি অভিনেত্রী।
সম্প্রতি একটি টিভি শোতে এসে পরিণীতি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, বিয়ের আগে রাঘব চড্ডাকে তিনি চিনতেন না। যেদিন প্রথমবার রাঘবকে দেখেন, বাড়ি ফিরে গুগল করে প্রথমে দেখেন রাঘবের বয়স কত? এর পর তিনি দেখেন রাঘব বিবাহিত কিনা? তারপর দেখেন পার্লামেন্টে আসলে রাঘব কী কাজ করেন? এছাড়া রাঘবের উচ্চতা কত সেটাও দেখেন। কারণ পরিণীতির লম্বা ছেলে পছন্দ।
পরিণীতি জানান, ওই অনুষ্ঠানে প্রথমবার দেখেই তিনি আন্দাজ করেছিলেন, যে রাঘবের সঙ্গেই তার বিয়ে হতে পারে, মন থেকে এমনই একটা আভাস পাচ্ছিলেন। এর পর তিনি এই কথা শেয়ার করেন রাঘবের সঙ্গে। রাঘব চড্ডাও এই গল্প শুনে খুব মজা পেয়েছিলেন। নিজেই বলেন, তার উচ্চতা বেশ ভালো।
প্রসঙ্গত, বলিউডে লেডিজ ভার্সেস রিকি বহেল সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন পরিণীতি। এর পর বেশকিছু সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ইকবাল, শুদ্ধ দেশি রোমান্স, হাসি তো ফাঁসি, দাওয়াতে ইশক, কিল দিল ইত্যাদি।