সবুজ নগর গড়ার অঙ্গীকার জেলা প্রশাসকের

- আপডেট সময় : ০১:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ২৮ জন পড়েছেন
‘সবুজে বাঁচুক শহর, নির্মল থাকুক পরিবেশ’—এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গৃহীত ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হলো ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার (২২ জুন) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের জিমখানা, নিতাইগঞ্জ এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরিকল্পনায় জেলা প্রশাসন এবং বাস্তবায়নে ছিল নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শীতলক্ষ্যা নদী ছিল এই শহরের প্রাণ। আজ সেই নদী মৃতপ্রায়। নেই জীববৈচিত্র্য, নেই মাছ। শহরটিকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রকৃতির কাছে ফিরতে হবে। আর সে জন্য প্রয়োজন সবুজকে আঁকড়ে ধরা।”
তিনি জানান, গত ১০ মে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এক লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ৩০ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই পুরো লক্ষ্যমাত্রা পূরণে কাজ চলছে।
জেলা প্রশাসক বলেন, “আমরা শুধু গাছ লাগিয়ে থেমে থাকিনি। শহরের সৌন্দর্য রক্ষায় ১২০ ট্রাক ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছি।” পাশাপাশি ‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জকে আরও সুপরিচিত করতে ‘গেইট অফ ড্যান্ডি’ নামে একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।
তিনি সবাইকে অন্তত ৫ ফুট উচ্চতার গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “ছোট গাছ বাঁচানো কঠিন। তাই অন্তত ৫ ফুটের চারা গাছ লাগাতে হবে যাতে যতœ নেয়া সহজ হয়।”
এ সময় তিনি পরিবেশ উপদেষ্টা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন,
“পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকে আমরা প্রায় ১০ হাজার চারা গাছ পেয়েছি। চেম্বার অফ কমার্স, বিকেএমইএ এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের পাশে থেকেছে। জনগণের অংশগ্রহণেই এ কর্মসূচি সফল হবে।”
বিশেষ অতিথিরা বলেন, নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্যের প্রসারে যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তেমনি পরিবেশবান্ধব একটি শহর গড়ার দায়িত্বও ব্যবসায়ী সমাজের কাঁধে। এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী সমাজ পরিবেশ রক্ষায় যে অগ্রণী ভূমিকা নিচ্ছে, তা প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে জিমখানা এলাকাজুড়ে গাছ লাগানো হয়। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলা প্রশাসক তার বক্তব্যের শেষে বলেন,“আমরা চাই নারায়ণগঞ্জ হোক সুগন্ধে ভরা সবুজের শহর—যেখানে থাকবে প্রাণ, থাকবে প্রশান্তি।”
এসময় উপস্থিত ছিলেন,সম্মেলিত ব্যবসায়ী ব্যবসায়ী ঐক্য জোট আহ্বায়ক ওয়াজেদ আলী বাবুল, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ বাবুল, নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক তমিজউদ্দিন, জেলা চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন মাহমুদ, সদস্য সচিব তাজুল ইসলাম শামীম, ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক তুহিন, ডাল পট্রি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি, জেলা চাউল ব্যবসায়ী সমিতির মিজানুর রহমান সহ নিতাইগঞ্জ সম্মেলিত দশ সমিতির নেতৃবৃন্দরা।