‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই
‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই

- আপডেট সময় : ০২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৪ জন পড়েছেন
‘সুপারম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। গত রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার পরিবার; তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। খবর-এনবিসি নিউজ।
বিশ্বজুড়ে তারকা খ্যাতি পাওয়া এই অভিনেতা সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান ২’ সিনেমায় খলনায়ক জেনারেল জোডের চরিত্রে অভিনয়ের জন্য। ১৯৭৮ সালে এবং ১৯৮০ সালের সিক্যুয়েলে সুপারম্যান চরিত্রের অভিনেতা ক্রিস্টোফার রিভের সঙ্গে জেনারেল জোডের আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন টেরেন্স স্ট্যাম্প।
বলা বাহুল্য, ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজি ছিল টেরেন্স স্ট্যাম্পের অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পশ্চিমা শোবিজ অঙ্গনে, তার সহকর্মী, ভক্তরা শোক প্রকাশ করছেন।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন নানারকম চরিত্র।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’-এ ট্রান্সজেন্ডার চরিত্র ‘বার্নাডেট’-এর ভূমিকায় তার অভিনয় ছিল বহুল প্রশংসিত। ক্যারিয়ারের শেষদিকে থ্রিলার, কমেডি ও ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার ছবিতেও কাজ করেছেন তিনি।