ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেফতার টিএফআই সেলে গুম-নির্যাতন: আসামি হাসিনা, কামালসহ আরও যেসব ভিআইপি ভারতে কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ বিমানের একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের অধ্যাদেশ সংশোধন শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণার সত্যতা পেয়েছে পিবিআই শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ

আসন সমঝোতায় নারায়ণগঞ্জ–৪ এ জোট প্রার্থী মুফতি মনির কাসেমী

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২২ জন পড়েছেন

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাসেমী। তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জ–৪ আসনে জমিয়তের সঙ্গে সমঝোতার কারণে বিএনপি এই আসনে কোনো প্রার্থী দেবে না। একইভাবে, সমঝোতাভুক্ত চারটি আসন ছাড়া বিএনপির অন্যান্য আসনেও জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে না।

এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়। জেলার গুরুত্বপূর্ণ এই আসনে একাধিক বিএনপি নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জোটগত সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির হোসেন কাসেমী জোটের প্রার্থী হিসেবে শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেন। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কথা জানান তার সমর্থকরা।

মনোনয়ন ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও বিএনপির একটি অংশের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন সমঝোতায় নারায়ণগঞ্জ–৪ এ জোট প্রার্থী মুফতি মনির কাসেমী

আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাসেমী। তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জ–৪ আসনে জমিয়তের সঙ্গে সমঝোতার কারণে বিএনপি এই আসনে কোনো প্রার্থী দেবে না। একইভাবে, সমঝোতাভুক্ত চারটি আসন ছাড়া বিএনপির অন্যান্য আসনেও জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে না।

এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের প্রার্থী হিসেবে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়। জেলার গুরুত্বপূর্ণ এই আসনে একাধিক বিএনপি নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জোটগত সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির হোসেন কাসেমী জোটের প্রার্থী হিসেবে শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেন। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কথা জানান তার সমর্থকরা।

মনোনয়ন ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও বিএনপির একটি অংশের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।