রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ের পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এনসিপি কেবল সনদের বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে।
এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে জানান রিজওয়ানা হাসান।