কাশিপুরে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ২০ জন পড়েছেন
নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশিপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন সম্রাট হলে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কাশিপুর ইউনিয়ন কৃষক দলের এই কর্মী সম্মেলনের আয়োজনে ছিলেন মিজানুর রহমান দেওয়ান, সৈয়দ সালাউদ্দিন খলিলুর রহমান, ফিরোজ মিয়া, নুরুল আমিন, ইব্রাহিম ও রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহামেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার উল আলম, এনায়েতনগর ইউনিয়ন কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ রনি, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মোল্লা, মো. নাছির প্রধান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে থানা কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তব্যে নেতৃবৃন্দ দলীয় ঐক্য ধরে রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।