ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, টিকাসেবা বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৫৯ জন পড়েছেন
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে দেশের স্বাস্থ্য সহকারীরা। বুধবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।

‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু।

এ ছাড়া কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পরবে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্ছিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, আমরা বার বার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এ বার আর আশার বাণীতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত একজন্য স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরব না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া স্মারকলিপিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, টিকাসেবা বন্ধ

আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে দেশের স্বাস্থ্য সহকারীরা। বুধবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।

‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু।

এ ছাড়া কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পরবে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্ছিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, আমরা বার বার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এ বার আর আশার বাণীতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত একজন্য স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরব না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া স্মারকলিপিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে।