ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইট মারলে পাটকেল খেতে হয় : মাসুদ কামাল

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২০ জন পড়েছেন
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনাকে ‘ইট মারলে পাটকেল খেতে হয়’ বলে ব্যাখ্যা করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার দুটি দিক আছে। প্রথমত, আমি এই হামলাকে সমর্থন করি না। আমি মনে করি, বাংলাদেশ সরকারের কেউ যখন বিদেশে যান তিনি তখন পুরো দেশের প্রতিনিধিত্ব করেন।

তার ওপর হামলা বাংলাদেশের জন্য ভালো কিছু নয়। অন্য কোনো দেশের ক্ষেত্রে এ রকম ঘটনা দেখা যায় না। এমনকি সামরিক সরকার পরিচালিত দেশগুলোর কোনো প্রতিনিধি বিদেশে গেলে সেই দেশের জনগণ তার ওপর হামলা করে না। কিন্তু আমাদের দেশে এটা প্র্যাকটিস হয়ে গেছে।
মাসুদ কামাল বলেন, ‘যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ওপরও এ ধরনের হামলা হতো। বিএনপি ক্ষমতায় থাকতে খালেদা জিয়া বিদেশে গেলে আওয়ামী লীগ একই কাজ করত। এই পাল্টাপাল্টি হামলাগুলোকে সমর্থন করার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, যারা সমালোচনা করতে চান, প্রতিবাদ করতে করতে চান তারা দেশেই করতে পারেন।

বিদেশে কেন? বিদেশে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজ আপনারা যা করছেন, আগামীকাল আপনাদের সঙ্গে একই ঘটনা ঘটলে কেমন হবে।’তিনি আরো বলেন, ‘আরেকটি বিষয় হলো, দেশে আওয়ামী লীগকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তাদের তো কথা বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগ দলীয়ভাবে কেবল নয়, ব্যক্তিগতভাবেও কেউ বঙ্গবন্ধুর জন্য শোক জানাতে চাইলে মব তৈরি করা হচ্ছে।

এখানে আপনারা মব করছেন, বিদেশে তারা মব করছেন; এটা কি ভালো লাগে? এ কারণে বলছি, ইট মারলে পাটকেল খেতে হয়! আপনি একটা দলকে কথা বলতে দেবেন না, এটা কি হয়। এভাবে চললে এই মব আগামী দিনে আরো বাড়বে। এটার নাম গণতন্ত্র নয়।’মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাসুদ কামাল বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটছে। আসিফ নজরুল সুইজারল্যান্ডে মবের শিকার হয়েছেন। তখন কিন্তু এনসিপি কোনো বিবৃতি দেয়নি।’

তিনি বলেন, ‘এই উপদেষ্টা পরিষদের মধ্যে বিরোধ ও ঝামেলা চলছে। সেখানে সরকারের মধ্যে সরকার চলছে। হয়তো উপদেষ্টা পরিষদে এনসিপির কথার গুরুত্ব কমছে। নাহিদ ইসলামের এই অভিযোগ মারাত্মক অভিযোগ। সরকারের উচিত তার অভিযোগের জবাব দেওয়া। যদি সরকার জবাব না দেয় তাহলে মনে করব নাহিদ ইসলামের বক্তব্য ঠিক।’

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইট মারলে পাটকেল খেতে হয় : মাসুদ কামাল

আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনাকে ‘ইট মারলে পাটকেল খেতে হয়’ বলে ব্যাখ্যা করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার দুটি দিক আছে। প্রথমত, আমি এই হামলাকে সমর্থন করি না। আমি মনে করি, বাংলাদেশ সরকারের কেউ যখন বিদেশে যান তিনি তখন পুরো দেশের প্রতিনিধিত্ব করেন।

তার ওপর হামলা বাংলাদেশের জন্য ভালো কিছু নয়। অন্য কোনো দেশের ক্ষেত্রে এ রকম ঘটনা দেখা যায় না। এমনকি সামরিক সরকার পরিচালিত দেশগুলোর কোনো প্রতিনিধি বিদেশে গেলে সেই দেশের জনগণ তার ওপর হামলা করে না। কিন্তু আমাদের দেশে এটা প্র্যাকটিস হয়ে গেছে।
মাসুদ কামাল বলেন, ‘যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ওপরও এ ধরনের হামলা হতো। বিএনপি ক্ষমতায় থাকতে খালেদা জিয়া বিদেশে গেলে আওয়ামী লীগ একই কাজ করত। এই পাল্টাপাল্টি হামলাগুলোকে সমর্থন করার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, যারা সমালোচনা করতে চান, প্রতিবাদ করতে করতে চান তারা দেশেই করতে পারেন।

বিদেশে কেন? বিদেশে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজ আপনারা যা করছেন, আগামীকাল আপনাদের সঙ্গে একই ঘটনা ঘটলে কেমন হবে।’তিনি আরো বলেন, ‘আরেকটি বিষয় হলো, দেশে আওয়ামী লীগকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তাদের তো কথা বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগ দলীয়ভাবে কেবল নয়, ব্যক্তিগতভাবেও কেউ বঙ্গবন্ধুর জন্য শোক জানাতে চাইলে মব তৈরি করা হচ্ছে।

এখানে আপনারা মব করছেন, বিদেশে তারা মব করছেন; এটা কি ভালো লাগে? এ কারণে বলছি, ইট মারলে পাটকেল খেতে হয়! আপনি একটা দলকে কথা বলতে দেবেন না, এটা কি হয়। এভাবে চললে এই মব আগামী দিনে আরো বাড়বে। এটার নাম গণতন্ত্র নয়।’মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাসুদ কামাল বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটছে। আসিফ নজরুল সুইজারল্যান্ডে মবের শিকার হয়েছেন। তখন কিন্তু এনসিপি কোনো বিবৃতি দেয়নি।’

তিনি বলেন, ‘এই উপদেষ্টা পরিষদের মধ্যে বিরোধ ও ঝামেলা চলছে। সেখানে সরকারের মধ্যে সরকার চলছে। হয়তো উপদেষ্টা পরিষদে এনসিপির কথার গুরুত্ব কমছে। নাহিদ ইসলামের এই অভিযোগ মারাত্মক অভিযোগ। সরকারের উচিত তার অভিযোগের জবাব দেওয়া। যদি সরকার জবাব না দেয় তাহলে মনে করব নাহিদ ইসলামের বক্তব্য ঠিক।’