বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন।
সংবাদ শিরোনাম :
দুর্নীতি দমনে বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিল আলবেনিয়া

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৪:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ জন পড়েছেন
আলবেনিয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির প্রধান খাত হিসেবে পরিচিত। দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের অর্থপাচারের কেন্দ্র হিসেবেও।
তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ করেছেন হাসি ঠাট্টাও। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আলবেনিয়ায় দিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘চুরি আগের মতোই চলবে, শুধু দোষ চাপানো হবে দিয়েলার ওপর।
ট্যাগ :