পাকিস্তানে ১৯ জন টিটিপি সন্ত্রাসীকে হত্যা
পাকিস্তানে ১৯ জন টিটিপি সন্ত্রাসীকে হত্যা

- আপডেট সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৮ জন পড়েছেন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া জেলায় ১৯ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)- এর সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সামাটিভির।
আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গত ৯ এবং ১০ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া জেলায় তিনটি পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ১৯ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসীকে হত্যা করেছে।
এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহম্মদ জেলার গুলুনো এলাকায় একটি অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সেনারা সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে আক্রমণ চালায়, যার ফলে তীব্র বন্দুকযুদ্ধের পর ১৪ জন সন্ত্রাসী নিহত হন। নিহত সন্ত্রাসীদের ‘ভারত সমর্থিত খোয়ারিজ’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা এই অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিল।
উত্তর ওয়াজিরিস্তান, বান্নুতে অভিযান
উত্তর ওয়াজিরিস্তান জেলার ডাটা খেলে একটি পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী আরও চারজন সন্ত্রাসীকে হত্যা করেছে। এদিকে, বান্নু জেলায় আরেকটি সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হন। তিনটি স্থানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান চালানো এলাকায় কোনো সন্ত্রাসী অবশিষ্ট আছে কি না- তা নিশ্চিত করার জন্য
নিরাপত্তা বাহিনী অতিরিক্ত অভিযান চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত সন্ত্রাসের শিকড় ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ, এবং যারা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযাব অব্যাহত থাকবে।’