ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে ইসরায়েলি হামলায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪ জন পড়েছেন
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, হামাস নেতাদের লক্ষ্য করে আবাসিক এলাকায় চালানো এই বর্বরোচিত হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন।

তারা বলেন, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসী কার্যক্রম সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ংকর হুমকি। ইসরায়েল ও শান্তি—দুটি বিপরীত শব্দ।

সুতরাং মধ্যপ্রাচ্য তথা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি নিশ্চিত করা জরুরি।বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্যথায় এই আগ্রাসন আজ নয়তো কাল—সবাইকে গ্রাস করবে।

তারা কাতারের জনগণ ও দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং বলেন, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় কাতারের পাশে থাকবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাতারে ইসরায়েলি হামলায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, হামাস নেতাদের লক্ষ্য করে আবাসিক এলাকায় চালানো এই বর্বরোচিত হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন।

তারা বলেন, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসী কার্যক্রম সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ংকর হুমকি। ইসরায়েল ও শান্তি—দুটি বিপরীত শব্দ।

সুতরাং মধ্যপ্রাচ্য তথা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি নিশ্চিত করা জরুরি।বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্যথায় এই আগ্রাসন আজ নয়তো কাল—সবাইকে গ্রাস করবে।

তারা কাতারের জনগণ ও দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং বলেন, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় কাতারের পাশে থাকবে।