ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে : মুহাম্মদ আবদুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪ জন পড়েছেন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া শুরু হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, আর্থিক সহায়তা দিয়েছি। প্রবীণ পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ প্রস্তাবনায় আছে। আশা করি, তা দ্রুত বাস্তবায়ন করতে পারব।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় লক্ষ্মীপুরের ২৩ এবং ফেনীর একজন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়।

জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে : মুহাম্মদ আবদুল্লাহ

আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া শুরু হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, আর্থিক সহায়তা দিয়েছি। প্রবীণ পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ প্রস্তাবনায় আছে। আশা করি, তা দ্রুত বাস্তবায়ন করতে পারব।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় লক্ষ্মীপুরের ২৩ এবং ফেনীর একজন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়।

জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।