ক্রেমলিন সোমবার জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এবং তারা ‘ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পরিস্থিতি’ নিয়ে আলাপ করেন। তবে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।
পুতিন-পেজেশকিয়ানের পরমাণু ফোনালাপ, কাল ইউরোপ-তেহরান বৈঠক

- আপডেট সময় : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৩৬ জন পড়েছেন
এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনঃস্থাপন করতে রাজি না হয়, তবে তারা জাতিসংঘের সেই নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের জন্য ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে, যা ওই চুক্তির অধীনে প্রত্যাহার করা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জেনেভায় মঙ্গলবার ইউরোপের এই তিন দেশের সঙ্গে আলোচনা করবে তেহরান।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে দুই দেশ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করেছে।
রাশিয়া ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএর স্বাক্ষরকারী দেশ, যার মাধ্যমে ইরানকে নিষেধাজ্ঞা শিথিলতার বিনিময়ে তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্ত দেওয়া হয়েছিল।
এ বছরের শুরুতে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আইএইএ তা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।