ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথম রাফাল শিকারের নজির গড়ল পাকিস্তান?

সোজাসাপটা রিপোর্ট :
  • আপডেট সময় : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৩৫ জন পড়েছেন

পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। খবর সিএনএনের।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ঘটনা সত্য হলে, এটি হবে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি কোনো রাফাল যুদ্ধবিমান সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভূপাতিত হওয়ার ঘটনা।

তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। পাকিস্তান অবশ্য তিনটি ভূপাতিত করার দাবি করেছে।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। দিল্লির এমন পদক্ষেপে জবাব দেওয়া কথা জানায় ইসলামাবাদ। পরে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনকে ফরাসি ওই কর্মকর্তা জানান, পাকিস্তান রাতের অন্ধকারে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত-শাসিত কাশ্মীরে ভেঙে পড়া একটি বিমানের ধ্বংসাবশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অংশটি রাফাল যুদ্ধবিমানের কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

রাফাল হলো ১০ টন ওজনের দুই ইঞ্জিনবিশিষ্ট এক আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ ও ভূমিতে হামলার জন্য তৈরি। এই যুদ্ধবিমান ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

সাম্প্রতিক উত্তেজনার আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ছিল ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এড্রেস লিখুন :

ইতিহাসে প্রথম রাফাল শিকারের নজির গড়ল পাকিস্তান?

আপডেট সময় : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। খবর সিএনএনের।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ঘটনা সত্য হলে, এটি হবে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি কোনো রাফাল যুদ্ধবিমান সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভূপাতিত হওয়ার ঘটনা।

তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। পাকিস্তান অবশ্য তিনটি ভূপাতিত করার দাবি করেছে।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। দিল্লির এমন পদক্ষেপে জবাব দেওয়া কথা জানায় ইসলামাবাদ। পরে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনকে ফরাসি ওই কর্মকর্তা জানান, পাকিস্তান রাতের অন্ধকারে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত-শাসিত কাশ্মীরে ভেঙে পড়া একটি বিমানের ধ্বংসাবশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অংশটি রাফাল যুদ্ধবিমানের কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

রাফাল হলো ১০ টন ওজনের দুই ইঞ্জিনবিশিষ্ট এক আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ ও ভূমিতে হামলার জন্য তৈরি। এই যুদ্ধবিমান ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

সাম্প্রতিক উত্তেজনার আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ছিল ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন।