ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১ ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার খোলার অনুরোধে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি সাগর-রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল ওএসডি ২৯ কোটি টাকার হিসাব কীভাবে পরিচালনা করেছে, জানাল জামায়াত নারায়ণগঞ্জ বার নির্বাচন: জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের গণসংযোগ নথি সরিয়ে করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত জুলাই গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে ছাত্রদলের প্যানেল নির্ধারণ করা হয়েছে: আবিদুল সরকারি পাসপোর্টধারী ও কূটনীতিকরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন

বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতায় করতে আগ্রহী পাকিস্তান: শিল্প উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১২ জন পড়েছেন

ঢাকা: বাংলাদেশে চিনি ও চামড়া শিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ, কৃষির উন্নয়নে এবং বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতায় পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্প উপদেষ্টার নিজ দপ্তর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় শিল্প উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জণগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তগুলো বৈঠকে জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ।

 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতায় করতে আগ্রহী পাকিস্তান: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ঢাকা: বাংলাদেশে চিনি ও চামড়া শিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ, কৃষির উন্নয়নে এবং বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতায় পাকিস্তান আগ্রহী বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্প উপদেষ্টার নিজ দপ্তর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় শিল্প উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জণগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তগুলো বৈঠকে জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ।