ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বন্দরে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

বন্দরে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুজন।

শনিবার ভোরে ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের নদীর তীরবর্তী বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময়ে এক ডাকাত হাতবোমা ছুঁড়লে বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়ে যায়।

পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বন্দরে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

বন্দরে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুজন।

শনিবার ভোরে ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের নদীর তীরবর্তী বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময়ে এক ডাকাত হাতবোমা ছুঁড়লে বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়ে যায়।

পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।