ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মামুন রনিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাখাওয়াত টিপু ফতুল্লায় একাধিক মামলার আসামি ছিনতাইকারী দুর্জয় গ্রেপ্তার খালেদা জিয়ার জন্মদিনে ১০০টি মসজিদে মাসুদুজ্জামানের দোয়া  রূপগঞ্জে খাল দখল মুক্ত করেনল প্রশাসন মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোজ হয় ইয়াসিন চাষাঢ়ায় পঞ্চায়েত নেতাদের মাদক ব্যবসায়ীদের হুমকি, এলাকাবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার চার দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী সিদ্ধিরগঞ্জে নারীসহ ২ লাশ উদ্ধার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দিয়েই ফিরছেন জনি ডেপ?

চাষাঢ়ায় পঞ্চায়েত নেতাদের মাদক ব্যবসায়ীদের হুমকি, এলাকাবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২৮ জন পড়েছেন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েতের নেতৃবৃন্দকে হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে তাকে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তারা বাসার ফটকে লাথি ও ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েত সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা সটকে পড়ে।

এর আগে মঙ্গলবার রাতে পঞ্চায়েত পরিষদের উদ্যোগে চাষাঢ়া বাগে জান্নাত ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের বিরুদ্ধে মহড়া ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়। এসময় নেতৃত্ব দেন পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ অনেকে।

হামলা ও হুমকির ঘটনায় রাত ১১টার দিকে বাগে জান্নাত মহল্লার সম্মুখস্থ নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে তারা মিশনপাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও আন্দোলন করেছি। এলাকাবাসী ঐক্যবদ্ধ আছে। কোনো ধরনের হুমকিতে আমরা ভীত নই।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাষাঢ়ায় পঞ্চায়েত নেতাদের মাদক ব্যবসায়ীদের হুমকি, এলাকাবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েতের নেতৃবৃন্দকে হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে তাকে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তারা বাসার ফটকে লাথি ও ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েত সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা সটকে পড়ে।

এর আগে মঙ্গলবার রাতে পঞ্চায়েত পরিষদের উদ্যোগে চাষাঢ়া বাগে জান্নাত ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের বিরুদ্ধে মহড়া ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়। এসময় নেতৃত্ব দেন পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ অনেকে।

হামলা ও হুমকির ঘটনায় রাত ১১টার দিকে বাগে জান্নাত মহল্লার সম্মুখস্থ নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে তারা মিশনপাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও আন্দোলন করেছি। এলাকাবাসী ঐক্যবদ্ধ আছে। কোনো ধরনের হুমকিতে আমরা ভীত নই।