‘গুরুতর ক্ষতির’ পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান
‘গুরুতর ক্ষতির’ পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান

- আপডেট সময় : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৪৫ জন পড়েছেন
ইসরাইল-ইরান যুদ্ধের সময় পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২১ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘হ্যাঁ, ক্ষতি গুরুতর এবং তা আমরা স্বীকার করছি। কিন্তু সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা ছেড়ে দিতে পারি না। এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন, এবং এখন এটি আমাদের জাতীয় গৌরবের প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মাত্রা আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।’
পারমাণবিক আলোচনা ব্যর্থ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা পারমাণবিক আলোচনা হলেও, ইরান কতটুকু মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে তা নিয়ে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযোগ, ইরান এমন পর্যায়ে সমৃদ্ধকরণ চালাচ্ছে যা থেকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। তবে তেহরান বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
চলতি বছরের ১৩ জুন ইসরাইল ইরানের ওপর হামলা চালায়। এরপর ১২ দিন ধরে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ চলে, যেখানে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জুনের শেষদিকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর সদস্য হলেও ইসরাইল এ চুক্তিতে নেই। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইরানের কর্মসূচি নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে নেই। অন্যদিকে, ইসরাইল বলছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে ফেরাতেই তাদের যুদ্ধ অভিযান চালানো হয়েছে।