পুরান বন্দর চৌধুরীবাড়ী খাল দখলের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১০:৫২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১২৪ জন পড়েছেন
পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার নামে চৌধুরীবাড়ী খাল দখলে প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা এলাকাবাসী।
শনিবার (২৮ জুন) দুপুরে চৌধুরীবাড়ী বাজারে পুরান বন্দর চৌধুরীবাড়ী সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে দাইমুউদ্দিনের সভাপতিত্বে ও হুমায়ন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আনিছ মোল্লা।
মানববন্ধনে বক্তরা বলেন, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মূলখাল থেকে শাখা খাল ভরাট করে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার দোহাই দিয়ে চৌধুরীবাড়ী খাল দখল করেছে ভূমিদস্যু সেলিম ওসমানের দোসর সলিম সরকার। ফলে স্থানীয় এলাকাবাসী নানান সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় সচেতন মহল ভূমিদস্যু সলিম সরকারের হাত থেকে খালটি পুনরুদ্ধার এবং বাজার অবমুক্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, হাবিব মোল্লা, সাজ্জাত হোসেন, মানিক ও রঞ্জিত সহ স্থানীয় এলাকাবাসী।
















