না.গঞ্জে চব্বিশ ঘন্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত
- আপডেট সময় : ১০:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১২৮ জন পড়েছেন
নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার অব্যাহত থাকলেও, নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। চলতি জুন মাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা একটি স্বস্তির বিষয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৯জন ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে পুরো জেলায় এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।






















