ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকা-ে জড়িত ৫ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ৬৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকা- ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।
২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খল ব্যক্তিরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন কর্তৃপক্ষ।
এ ঘটনায় গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “তদন্তে অগ্নিকা-ে গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, ওই অগ্নিকা-ের ঘটনায় ১৭৪ জন নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকা-ে জড়িত ৫ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকা- ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।
২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খল ব্যক্তিরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন কর্তৃপক্ষ।
এ ঘটনায় গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “তদন্তে অগ্নিকা-ে গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, ওই অগ্নিকা-ের ঘটনায় ১৭৪ জন নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।