সানির সাথে আমার পরিবারের কোন সম্পর্ক নেই: তানভীর

- আপডেট সময় : ১০:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৮৩ জন পড়েছেন
সানি আমার ভাই। কিন্তু ওর সাথে আমার কিংবা আমার পরিবারের কোম সম্পর্ক নেই। অনেক আগেই তাকে আমরা পারিবারিকভাবে আলাদা করে দিয়েছি।সানিকে নানাভাবে বুঝিয়ে ও চাপ প্রয়োগ করেও মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনতে না পারায় আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওর কারনে সামাজিকভাবে হেয় হতে হয় এবং মানসিকভাবে নানা যন্ত্রনার মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়।
গতকাল এভাবেই কথাগুলো বলছিলেন কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদল নেতা তানভীর। সে মুসলিমনগর দক্ষিণপাড়া এলাকার মোক্তার মিয়ার পুত্র।
সম্প্রতি সানির মাদক ব্যবসার সাথে তানভীরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের সূত্র ধরেই তিনি এসব কথা বলেন।
তানভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসার মতো ঘৃণ্য পেশা আর নেই। সমাজকে ধ্বংস করতে মাদক ব্যবসাই যথেষ্ট। আমরা পারিবারিকভাবে বারবার সানিকে এই অবৈধ ব্যবসা থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বছর দুয়েক আগেই সানিকে পারিবারিকভাবে আলাদা করে দেয়া হয়েছে। সে তার স্ত্রী-সন্তানদের নিয়ে কোথায় থেকে সেটাও আমি বা আমার পরিবার জানে না৷ আমি নিজের বালু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আমার বৈধ ব্যবসা আছে। আমার বড় ভাই আলামিনও চাকরি করে সংসার চালায়। আমরা প্রশাসনকে অনুরোধ করবো যেনো সানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে৷ এজন্য প্রশাসনকে যেকোন ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।