ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ খারাপ, কিন্তু এতটা কল্পনাও করা যায় না : মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৪৯ জন পড়েছেন

বন্দরে নদীগর্ভে বিলীন হওয়া কবরস্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২৫ জুন) দুপুরে বন্দর থানার সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার পরিদর্শন করেন তারা। এ সময় তারা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে কবরস্থানের মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ তোলেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আওয়ামী লীগ খারাপ, কিন্তু এতটা খারাপ কল্পনাও করা যায় না।” তিনি এলাকাবাসীর বরাত দিয়ে অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে কবরস্থানের পাশের সমস্ত মাটি কেটে নিয়েছে। এলাকাবাসী আরও জানান, এই এলাকায় সরকারি জমিজমা থাকায় তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মাওলানা মঈনুদ্দিন আহমাদ সরকারে কাছে তাদেরকে সরকারি সুবিধা প্রদান এবং কবরস্থান রক্ষায় কাজ করার আহ্বান জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “যারা এ ধরনের নেক্কারজনক কাজ করতে পারে, তারা মানুষের কল্যাণে কোনোদিন কাজে আসেনি। শেষ সমাধিস্থল এখান থেকেও মাটি বিক্রি করে খেয়েছে আওয়ামী লীগ। অপরাধীদের আইনের আওতায় আনা হোক, এটাই আমার দাবি।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, থানা সেক্রেটারি কাজী মামুন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

আওয়ামী লীগ খারাপ, কিন্তু এতটা কল্পনাও করা যায় না : মঈনুদ্দিন

আপডেট সময় : ১০:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

বন্দরে নদীগর্ভে বিলীন হওয়া কবরস্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২৫ জুন) দুপুরে বন্দর থানার সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার পরিদর্শন করেন তারা। এ সময় তারা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে কবরস্থানের মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ তোলেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আওয়ামী লীগ খারাপ, কিন্তু এতটা খারাপ কল্পনাও করা যায় না।” তিনি এলাকাবাসীর বরাত দিয়ে অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে কবরস্থানের পাশের সমস্ত মাটি কেটে নিয়েছে। এলাকাবাসী আরও জানান, এই এলাকায় সরকারি জমিজমা থাকায় তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মাওলানা মঈনুদ্দিন আহমাদ সরকারে কাছে তাদেরকে সরকারি সুবিধা প্রদান এবং কবরস্থান রক্ষায় কাজ করার আহ্বান জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “যারা এ ধরনের নেক্কারজনক কাজ করতে পারে, তারা মানুষের কল্যাণে কোনোদিন কাজে আসেনি। শেষ সমাধিস্থল এখান থেকেও মাটি বিক্রি করে খেয়েছে আওয়ামী লীগ। অপরাধীদের আইনের আওতায় আনা হোক, এটাই আমার দাবি।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, থানা সেক্রেটারি কাজী মামুন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।