বন্দরে জোড়া খুনে দুই মামলায় আসামি ১১২

- আপডেট সময় : ০৮:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৮৩ জন পড়েছেন
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনায় দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে এবং সোমবার দুপুরে নিহতদের পরিবারের সদস্যরা মামলা দু’টি দায়ের করেন। মামলা দু’টিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর হান্নান সরকার ও শাহীন মিয়াকে আসামি করা হয়েছে।
জানা গেছে, দিনমজুর আব্দুল কুদ্দুস (৬০) হত্যাকা-ের ঘটনায় তার কন্যা রোকসানা বেগম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় নারায়ণগঞ্জ সিটির ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ ১৩ জনকে এজাহারনামীয় এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি কার হয়েছে।
অপর মামলাটি করেছেন নিহত মেহেদী (৪২) ভাই খালেদ সাইফুল্লাহ। নিহত মেহেদী বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ৪ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটির ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মিয়া।
দু’টি মামলার এজাহারে বলা হয়েছে, বন্দর রেললাইন, হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাবু শিকদার গ্রুপ ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা গ্রুপের জাফর-রনিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জেরে গত শুক্রবার বন্দর রেললাইন এলাকায় রাস্তার উপর উভয়পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় পরদিন থানায় একটি মামলাও হয়। এই ঘটনার জেরে শনিবার রাতে প্রথমে খুন হন কুদ্দুস এবং পরে মেহেদী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি মামলাতেই চারজন করে গ্রেপ্তার হয়েছেন। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছ।