ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ ঐশ্বর্য-অমিতাভ-অভিষেক, বচ্চন পরিবারে বিদ্যার দৌড়ে কে এগিয়ে? আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি ট্রাম্পের ওভাল অফিসে দুধের বোতল কেন ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল ইরানে হামলা চালাতে যেসব অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চাইল বিএনপি হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি কার্যতালিকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত করছে সরকার

ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভভ নয়: রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ২৯ জন পড়েছেন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কিয়েভ রেজিম ক্রাইম’-বিষয়ক দূত রোদিওন মিরোশনিক বলেছেন, ইউক্রেনের পক্ষে আট লাখ সদস্যের একটি সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব হবে না।

রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি সার্বভৌমত্ব এতটাই গুরুত্বপূর্ণ হয়, যেমনটি জেলেনস্কি দাবি করছেন, এবং সেই সার্বভৌমত্বের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যসংখ্যা যদি আট লাখ হতে হয়, তাহলে ইউক্রেন এমন বাহিনী দিয়ে কী করবে? এটা এমন এক সেনাবাহিনী, যাকে ইউক্রেন নিজেরাই খাওয়াতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এটা এমন এক বাহিনী, যাকে অন্য কেউ খাওয়াবে। এটা এমন এক দেশ, যাকে অন্য কেউ চালাবে। কেউ এর খরচ বহন করবে, আর কেউ একে ব্যবহার করবে রাশিয়ার বিরুদ্ধে আঘাত হানতে।’

মিরোশনিক বলেন, ‘জেলেনস্কির পরিকল্পনার প্রথম দফা, যেটি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলে আসলে কী বোঝাতে চায়, তা এখনো স্পষ্ট নয়।’

তিনি বলেন,  ‘এই মুহূর্তে ও বর্তমান চিন্তাধারার আলোকে সার্বভৌমত্ব বলতে আসলে কী বোঝায়, সেটিও পরিষ্কার নয়।’

এর আগে, ২৪ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার সময় ইউক্রেন একটি ২০ দফার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

তার ভাষ্যমতে, ওই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্বের স্বীকৃতি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনাক্রমণ চুক্তি—যার আওতায় সংঘর্ষরেখা মেনে চলার কথা বলা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয় রয়েছে।

এ ছাড়া পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যসংখ্যা সর্বোচ্চ আট লাখে সীমিত রাখার কথাও উল্লেখ রয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভভ নয়: রাশিয়া

আপডেট সময় : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কিয়েভ রেজিম ক্রাইম’-বিষয়ক দূত রোদিওন মিরোশনিক বলেছেন, ইউক্রেনের পক্ষে আট লাখ সদস্যের একটি সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব হবে না।

রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি সার্বভৌমত্ব এতটাই গুরুত্বপূর্ণ হয়, যেমনটি জেলেনস্কি দাবি করছেন, এবং সেই সার্বভৌমত্বের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যসংখ্যা যদি আট লাখ হতে হয়, তাহলে ইউক্রেন এমন বাহিনী দিয়ে কী করবে? এটা এমন এক সেনাবাহিনী, যাকে ইউক্রেন নিজেরাই খাওয়াতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এটা এমন এক বাহিনী, যাকে অন্য কেউ খাওয়াবে। এটা এমন এক দেশ, যাকে অন্য কেউ চালাবে। কেউ এর খরচ বহন করবে, আর কেউ একে ব্যবহার করবে রাশিয়ার বিরুদ্ধে আঘাত হানতে।’

মিরোশনিক বলেন, ‘জেলেনস্কির পরিকল্পনার প্রথম দফা, যেটি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলে আসলে কী বোঝাতে চায়, তা এখনো স্পষ্ট নয়।’

তিনি বলেন,  ‘এই মুহূর্তে ও বর্তমান চিন্তাধারার আলোকে সার্বভৌমত্ব বলতে আসলে কী বোঝায়, সেটিও পরিষ্কার নয়।’

এর আগে, ২৪ ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার সময় ইউক্রেন একটি ২০ দফার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

তার ভাষ্যমতে, ওই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্বের স্বীকৃতি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনাক্রমণ চুক্তি—যার আওতায় সংঘর্ষরেখা মেনে চলার কথা বলা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয় রয়েছে।

এ ছাড়া পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যসংখ্যা সর্বোচ্চ আট লাখে সীমিত রাখার কথাও উল্লেখ রয়েছে।