এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৫০ জন পড়েছেন
খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি এনসিপির শ্রমিক উইং ‘শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ মোতালেব শিকদারের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোতালেব শিকদার (৩৭) গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুকে গুলিবিদ্ধ মোতালেব শিকদারের ছবি প্রকাশ করে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, খুলনা গাজী মেডিকেল (সার্জিক্যাল) এলাকার আল আকসা মসজিদ গলির একটি ভাড়া বাসায় প্রায়ই যাতায়াত করতেন মোতালেব শিকদার। ঘটনার পর পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের বোতল উদ্ধার করে। ভাড়া বাসায় থাকা নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়ক মুফতি ফয়জুল্লাহ বলেন, ঘটনার সময় মোতালেব শিকদার সার্জিক্যাল এলাকার পাশে একটি চায়ের দোকানে ছিলেন। পরে কয়েকজন হেলমেট পরা ব্যক্তি তাকে একটি গলিতে নিয়ে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে।
ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
















