ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

 রূপগঞ্জে অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৮২ জন পড়েছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। উপ‌জেলার তারা‌বো এলাকায় গতকাল সোমবার রা‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তারা‌বো সুলতানবাগ এলাকার মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অটো‌রিকশার চালক। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রা‌তে তারা‌বো বিশ্ব‌রোড এলাকা থে‌কে অটো‌রিকশায় করে তারা‌বো সুলতানবাগ এলাকার বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। প‌থে সাই‌ফিং ফ্যাক্টরির সাম‌নে এক‌টি মাই‌ক্রোবা‌সের সঙ্গে অটো‌রিকশা‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটো‌রিকশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই নিহত হন অটোরিকশার চালক এবং আহত হন অটো‌রিকশার যাত্রী শাহ‌রিয়ার হাসান আকাশ ও তাঁর বন্ধু সায়মন, তা‌মিম সরকার। তা‌দের ম‌ধ্যে আকাশ ও তা‌মিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর মাই‌ক্রোবা‌সের চালক মাই‌ক্রোবাসটি নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

 রূপগঞ্জে অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। উপ‌জেলার তারা‌বো এলাকায় গতকাল সোমবার রা‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তারা‌বো সুলতানবাগ এলাকার মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অটো‌রিকশার চালক। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রা‌তে তারা‌বো বিশ্ব‌রোড এলাকা থে‌কে অটো‌রিকশায় করে তারা‌বো সুলতানবাগ এলাকার বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। প‌থে সাই‌ফিং ফ্যাক্টরির সাম‌নে এক‌টি মাই‌ক্রোবা‌সের সঙ্গে অটো‌রিকশা‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটো‌রিকশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই নিহত হন অটোরিকশার চালক এবং আহত হন অটো‌রিকশার যাত্রী শাহ‌রিয়ার হাসান আকাশ ও তাঁর বন্ধু সায়মন, তা‌মিম সরকার। তা‌দের ম‌ধ্যে আকাশ ও তা‌মিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর মাই‌ক্রোবা‌সের চালক মাই‌ক্রোবাসটি নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।