সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ছাত্রদল নেতা বাবু বহিষ্কার

স্টাফ রিপোর্টার :
- আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ১৩০ জন পড়েছেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিতে যুবদল নেতার ভাই নিহতের ঘটনায় কাজী মনির গ্রুপের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সমস্ত পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাবুর সাথে ছাত্রদলের নেতাকর্মীদের কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ জানায় ছাত্রদল। এসময় বাবুর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় ছাত্রদল।