গোবিন্দর পরকীয়া নিয়ে যা বললেন স্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৩ জন পড়েছেন
বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজা দম্পতি এখন প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে আসছেন। তাদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে লেগেই আছে সমালোচনা। এবার শোনা গেল ভিন্নকথা—অভিনেতা নাকি তার থেকে অর্ধেক বয়সি নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমন অভিযোগ করেন গোবিন্দপত্নী।
একটা সময় নাকি স্বামীর পরকীয়ার গুঞ্জন কানে এসেছে বলে স্বীকারও করেন সুনীতা আহুজা। এতে প্রায় বিবাহবিচ্ছেদের জায়গায় চলে যায় তাদের সম্পর্ক। এবার বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে গোবিন্দের শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে মুখ খুললেন গোবিন্দপত্নী।
সুনীতা আহুজা বলেন, কিছু দিন আগে এক পডকাস্টে উপস্থাপক অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল মন্তব্য করেছিলেন— সম্পর্কের মধ্যে শারীরিক প্রতারণা (যেমন এক রাতের সহবাস) মানসিক প্রতারণার চেয়ে কম ক্ষতিকর। তাদের মতে, মানসিক আঘাতটাই বেশি কষ্টের। সম্পর্কে শারীরিক প্রতারণা নিয়ে টুইঙ্কেল খান্নার যে ধারণা, তার সঙ্গে তিনি মোটেও একমত নন।
টুইঙ্কেলের এ মন্তব্যের বিরোধিতা করে গোবিন্দপত্নী বলেন, আপনি একজনকে ভালোবাসেন, তারপর তার সঙ্গেই প্রতারণা করবেন— এ কেমন কথা! তিনি বলেন, আমি নিজে আবেগপ্রবণ মানুষ। গোবিন্দকে আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। আমার সঙ্গে যে কেউ প্রতারণা করলেই কষ্ট পাব। সে আমার সন্তান হোক কিংবা গোবিন্দ। প্রতারণা করে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয় বলেও জানান সুনীতা আহুজা।
বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়াকে সুনীতা মোটেও ভালো মনে করেন না। তিনি বলেন, এসব মোটেও ঠিক নয়, আমাদের বাবা-মা এমন শিক্ষা দেয়নি।
























