সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সদর উপজেলার পরমানন্দপুর বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ কে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান
- আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৭০ জন পড়েছেন
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অতি দ্রুত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সহসভাপতি ও বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে আজাদসহ ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
এদিকে সংবাদ সম্মেলন শেষে এ কে আজাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা।
এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়।





















