ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ : জামায়াত আমির

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ১২ জন পড়েছেন
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই সিদ্ধান্ত আগে নিলে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি হয়েছে, তা এড়ানো যেত বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের সিদ্ধান্ত ধন্যবাদ জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে।

কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।’এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ : জামায়াত আমির

আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই সিদ্ধান্ত আগে নিলে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি হয়েছে, তা এড়ানো যেত বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের সিদ্ধান্ত ধন্যবাদ জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে।

কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।’এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।