ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত রেকর্ড গড়া সেঞ্চুরিতে সুখবর পেলেন মান্ধানা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ: নুর মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

ব্যবসায়ী নেতা সোহাগ অপহরনের ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৩৮৪ জন পড়েছেন

ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা হয়েছে ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে অপহরণের ঘটনায় । অপহৃতের স্ত্রী তানিয়া আহমেদ মঙ্গলবার (৩ জুন) রাতে মামলাটি দায়ের করেন।

মো. সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে ১ জুন রাতে তাকে অপহরণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়ীক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

সোহাগ নিখোঁজ হন গত ১ জুন। সেদিন দুপুরে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার সচিবালয়ের খাদ্য ভবনে যান এবং রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ও গাড়িচালক কবিরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরদিন ২ জুন দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে বন্ধুর মোবাইলে ফোন করে সোহাগ জানান, তিনি অপহরণকারীদের হাতে পড়ে আহত হয়েছেন এবং তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, অপহরণের উদ্দেশ্য, কারা এতে জড়িত এবং পেছনে কী মোটিভ রয়েছে, তা জানতে পুলিশ সবদিক থেকে তদন্ত করছে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুটি গাড়ি ব্যবহার করেছে, যেগুলো উদ্ধার করা হয়েছে। তবে চালক কবিরুলের খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি অপহৃত, নাকি ঘটনার সঙ্গে জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্যবসায়ী নেতা সোহাগ অপহরনের ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় : ০৪:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা হয়েছে ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে অপহরণের ঘটনায় । অপহৃতের স্ত্রী তানিয়া আহমেদ মঙ্গলবার (৩ জুন) রাতে মামলাটি দায়ের করেন।

মো. সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে ১ জুন রাতে তাকে অপহরণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়ীক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

সোহাগ নিখোঁজ হন গত ১ জুন। সেদিন দুপুরে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার সচিবালয়ের খাদ্য ভবনে যান এবং রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ও গাড়িচালক কবিরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরদিন ২ জুন দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে বন্ধুর মোবাইলে ফোন করে সোহাগ জানান, তিনি অপহরণকারীদের হাতে পড়ে আহত হয়েছেন এবং তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, অপহরণের উদ্দেশ্য, কারা এতে জড়িত এবং পেছনে কী মোটিভ রয়েছে, তা জানতে পুলিশ সবদিক থেকে তদন্ত করছে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুটি গাড়ি ব্যবহার করেছে, যেগুলো উদ্ধার করা হয়েছে। তবে চালক কবিরুলের খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি অপহৃত, নাকি ঘটনার সঙ্গে জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।