ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটকের মতো একই ভালোবাসা সিনেমাতেও চান তটিনী

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২২ জন পড়েছেন
অল্প কয়েক বছরেই নিজের হাসির পাশাপাশি অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দাতে অভিনয় করলেও এখনো তাকে বড় পর্দায় পাওয়া যায়নি। দর্শকরাও তাকে বর পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন।

এখনই বড় পর্দায় আসতে চান না। নিজেকে আরো পরিণত করে তবেই এ মাধ্যমে আসতে চান।তটিনী গণমাধ্যমে বলেন, ‘এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক।

নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।’
জের কোয়ালিটি বজায় থাকুক।

এরপর বললেন, ‘কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বাড়বে।

তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।’ 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাটকের মতো একই ভালোবাসা সিনেমাতেও চান তটিনী

আপডেট সময় : ০৬:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
অল্প কয়েক বছরেই নিজের হাসির পাশাপাশি অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দাতে অভিনয় করলেও এখনো তাকে বড় পর্দায় পাওয়া যায়নি। দর্শকরাও তাকে বর পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন।

এখনই বড় পর্দায় আসতে চান না। নিজেকে আরো পরিণত করে তবেই এ মাধ্যমে আসতে চান।তটিনী গণমাধ্যমে বলেন, ‘এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক।

নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।’
জের কোয়ালিটি বজায় থাকুক।

এরপর বললেন, ‘কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বাড়বে।

তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।’