সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টায় খুলনার ফুলতলা উপজেলা কার্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা অঞ্চলের সাথীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
সংবাদ শিরোনাম :
দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ২১ জন পড়েছেন
সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির এবং সঞ্চালনা করেন এইচআরডি সম্পাদক হোসাইন আহম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, শেখ সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সেক্রেটারিয়েট সদস্য বোরহান হোসেন, ফুলতলা উপজেলা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা পশ্চিম সভাপতি ওয়ালিদ হাসান, খান জাহান আলী থানা সভাপতি ইমরান হোসেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খান জাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, শেখ আলাউদ্দিন, নজরুল ইসলাম জমাদ্দার প্রমুখ।
ট্যাগ :