ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর লাশ মিলল সাগরের তীরে

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১৮ জন পড়েছেন
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপার থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শামীমকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে গতকাল রবিবার (১৯ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে।

শামীম খান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। তিনি নগরীর বপড়োল এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন শামীম।

চিৎকারের শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে যায়। কিন্তু হাত-পা কাটা থাকার কারণে তারা তাকে ধরেননি। পরে ঘটনাস্থল থেকে একজন ৯৯৯-এ কল করেন। এরপর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।তিনি আরো বলেন, ‘আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করবেন।

শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা সে নিজেই করেছে। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি।’শামীমকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, তা জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২ টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন শামীম।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর লাশ মিলল সাগরের তীরে

আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপার থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শামীমকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে গতকাল রবিবার (১৯ অক্টোবর) তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে।

শামীম খান ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। তিনি নগরীর বপড়োল এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন শামীম।

চিৎকারের শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে যায়। কিন্তু হাত-পা কাটা থাকার কারণে তারা তাকে ধরেননি। পরে ঘটনাস্থল থেকে একজন ৯৯৯-এ কল করেন। এরপর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।তিনি আরো বলেন, ‘আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করবেন।

শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা সে নিজেই করেছে। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি।’শামীমকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, তা জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২ টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন শামীম।