ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১৭১ জন পড়েছেন

আড়াইহাজারে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।

 

গৃহকর্তা আবদুল হেকিম জানান, রাত ৩টায় ১০-১২ জন মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২৪ হাজার টাকা, ১ ভরি ও ৪ আনা ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও একটি চার্জলাইট নিয়ে যায়। প্রায় ৩০ মিনিট ধরে ডাকাতি শেষে তারা চলে যায়।

এর আগে ২৭ এপ্রিল ওই গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ডাকাতির ঘটনা আমার জানা নেই।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন