সংবাদ শিরোনাম :
যানজট নিরসনে নারায়ণগঞ্জে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৫৯ জন পড়েছেন
সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সেনা সদস্যদের ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
সেনাবাহিনীর উপস্থিতিতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও, নগরবাসী বলছেন—টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।
পথচারী ও যাত্রীদের ভাষ্যমতে, গত কয়েক মাসে শহরের যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে অফিস সময় এবং স্কুল-কলেজ চলাকালে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। রমজান মাসে কিছুটা স্বস্তি থাকলেও বর্তমানে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “আগে যে পথ পাড়ি দিতে ১০ মিনিট লাগত, এখন সেখানে এক ঘণ্টাও লেগে যাচ্ছে। যানজট যেন দিনভর লেগেই থাকে।”
এ অবস্থায় নগরবাসী প্রশাসন ও সেনাবাহিনীকে যৌথভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচলের নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
ট্যাগ :